এতিম শিশুদের নিয়ে ইফতার করলো এবিএনসি ব্লাড ডোনারস্ ও স্বেচ্ছাসেবী সংগঠন

এতিম শিশুদের নিয়ে ইফতার করলো এবিএনসি ব্লাড ডোনারস্ ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
সোমবার ২৫ এপ্রিল বরিশাল আমতলার মোড় সংলগ্ন সরকারি এতিম খানা (বালক) ১০০ জনের সাথে এ ইফতার আয়োজন করে এবিএনসি ব্লাড ডোনারস্ ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
এ সময়ে উপস্থিত ছিলেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক মেহেরুন্নেসা বেগম , ডিডাব্লিউএফ নার্সিং কলেজের প্রশাসনিক পরিচালক নাজমুল আহসান লিটু, একাডেমিক পরিচালক সুদীপ কুমার নাথ,সাদ্দাম হোসেন সার্জেন্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ,মাজহারুল ইসলাম,প্রভাষক নয়ন রায়,পলাশ রায় হোস্টেল সুপার,অতিথি বিথী রানী,সংগঠনের আহবায়ক সৌরভ হালদার,যুগ্ম আহবায়ক নিয়াজ মাহমুদ,কোষাধ্যক্ষ সুমন মজুমদার,কার্যকরী সদস্য লিমন আহমেদ,লিমন বিশ্বাস,সদস্য নয়ন মন্ডল, মামুম,উৎসব,সুফিয়ান,জেরিকো,চয়ন,নাহিদ, এ সময় ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক মেহেরুন্নেসা বেগম ডিডাব্লিউএফ নার্সিং কলেজে অধ্যায়ন ও সহযোগিতার আশ্বাস দেন।