বাবুগঞ্জে এসডিএফ-এর সভা

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এর (আরইএলআই) প্রকল্প উপজেলা পর্যায় বাস্তবায়ন বিষয়ক অহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় নানা শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, এসডিএফ এর আঞ্চলিক পরিচালক মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার রাড়ী, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম বেপারি, মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শিমুল রানী, সমবায় অফিসার আরিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ আল মামুন, এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক, এমইএলএন্ডএমআইএস ও জেলা ব্যবস্থাপক, ক্লাস্টার অফিসার ফাতেমা তুজ জোহরা প্রমুখ।