এফবিসিসিআই সভাপতির সাথে বরিশালের ব্যবসায়ী নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বরিশালের উন্নয়ন এবং ব্যবসায়ীদের উন্নয়নের এফবিসিসিআই কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভাপতি মাহাবুবুল আলম। পাশাপাশি বরিশাল অঞ্চলে ব্যবসায়ীক খাতে বিনিয়োগ এবং এফবিসিসিআই’র একটি ব্যবসায়ীক হাব ও লিয়াজু অফিস স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এজন্য খুব শ্রীঘ্রই বরিশালে একটি ব্যবসায়ীক সমাবেশ করার কথা বলেছেন তিনি।
শনিবার ঢাকায় বরিশাল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এফবিসিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লার দাবির প্রেক্ষিতে এ প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই সভাপতিসহ বোর্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে শনিবার সকালে এফবিসিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ এফবিসিসিআই সভাপতি মাহাবুবুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এসময় বরিশাল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক ও নির্বাহী পরিচালক এসএম জাকির হোসেনসহ এফবিসিসিআই পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বিনিময় শেষে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহ ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম একান্তে বৈঠক করেন।
এসময় এফবিসিসিআই সভাপতিসহ বোর্ডের সকলের প্রতি বরিশালে ব্যবসায়ীক উন্নয়নে বিনিয়োগের দাবি জানান সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহ।এর প্রেক্ষিতে বরিশাল অঞ্চলের উন্নয়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণাঞ্চলে রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এফবিসিসিআই বরিশালে একটি ‘হাব’ করবে, যেখান থেকে এ অঞ্চলের ব্যবসায়ীরা পায়রা বন্দরসহ সকল ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারবে।পাশাপাশি বরিশালের উন্নয়নের জন্য ব্যবসায়ীদের উন্নয়নের জন্য বিসিসিআই কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।