প্রতিবন্ধী আবু বকর সিদ্দিকের পাশে বরিশাল জেলা প্রশাসন

প্রতিবন্ধী আবু বকর সিদ্দিকের পাশে বরিশাল জেলা প্রশাসন
রাস্তার পাশে অসুস্থ শরীর নিয়ে কাতরাচ্ছিলেন চরবাড়িয়া ইউনিয়নের প্রতিবন্ধী আবু বকর সিদ্দিক। পথে চলতি মানুষ তাকে দেখেও সাহায্য করতে এগিয়ে আসছিলেন না কেউ ৷ রবিবার (১৬ আগস্ট) সকালে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান তাঁর কার্যালয়ে প্রবেশ পথে প্রতিবন্ধী আবু বকর সিদ্দিক কে দেখতে পান। মানুষের কাছে তার আকুতির কথা শুনতে পেয়ে এগিয়ে গেলেন এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ কে ডেকে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য নির্দেশনা দিলেন। প্রতিবন্ধী আবু বকর সিদ্দিক আর্থিক অপারগতার কথা বলতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এসময় বরিশাল সমাজ সেবা অধিদপ্তর উপ পরিচালক আল মামুন তালুকদারের আন্তরিকতায় ঘন্টাখানকের মধ্যে চিকিৎসার জন্য সমাজকল্যাণ পরিষদ থেকে এককালীন আর্থিক অনুদান হিসেবে পাঁচ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুদান প্রদান কালে জেলা প্রশাসক বলেন, আমাদের সবার উচিৎ অসহায় সুস্থ্য মানুষের পাশে এসে দাড়ানো।তিনি বলেন, প্রতিবন্ধী আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে ফিরে আসুক স্বাভাবিক জীবনে-এ প্রত্যাশা থাকলো।