এভাবে চলতে থাকলে দেশের ভবিষ্যত ভয়াবহ-জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ভোট বিহীন ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে চলছে- এভাবে চলতে থাকলে এই দেশের ভবিষ্যত ভয়াবহ। আন্তর্জাতিক শক্তিগুলো নানাভাবে এই দেশে ষড়যন্ত্রের জাল সৃষ্টি করবে। দেশে উগ্রতা-হতাশা নানা রকম উগ্রবাদী রাজনীতির জন্ম নেবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বুধবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গণসংহতি আন্দোলনের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা কমিটি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত ২৯ আগস্ট কেন্দ্রীয়ভাবে এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
জেলা গনসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির নেতা আরিফুর রহমান মিরাজ, দিনাজপুর জেলার সংগঠক এসএম শিশির ও জেলা ছাত্র ফেডারেশনের সহসভাপতি হাসিব আহম্মেদসহ অন্যান্যরা।