জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীদের গ্রাজুয়েশন সনদ বিতরণ
বরিশালের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীদের গ্রাজুয়েশন সনদ বিতরনী অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ৯ টায নগরীর কলেজ রোডস্থ কলেজে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, সময়, নিয়ম ও সততা- এ তিনটি বিষয় অনুসরণ করতে হবে শিক্ষার্থীদের। অভিভাবকদের তথ্য-প্রযুক্তির নেতিবাচক দিকে সর্তক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এ প্রতিষ্ঠানে আসতে পেরে তিনি নিজেকে আনন্দিত ও ধন্য মনে করেন বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা, বরিশাল অঞ্চল, বরিশাল-এর পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন বলেন তাঁর জীবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন কোন দিন দেখেন নি। তাই এ ধরনের অনুষ্ঠান উদ্যাপনে তিনি অভিভূত হন বলে উল্লেখ করেন এবং ৪র্থ শিল্প-বিপ্লবের আন্তর্জাতিক মানের মানবসম্পদ তৈরি করবে এই প্রতিষ্ঠান। অভিভাবকদের প্রতি বলেন, জিপিএ ৫-ই নয়; স্বরণীয় মানুষ রবীন্দ্রনাথ, নজরুল, লালন প্রমুখ। এঁরা জিপিএ ৫ প্রাপ্ত নয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য, ধন্যবাদ জ্ঞাপন এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সালেহ্ এম. শেলী। তিনি বলেন, এ প্রতিষ্ঠান শুধু চাকুরি প্রার্থী তৈরি করতে চায় না চাকুরি দাতা তৈরি করতে চায়, যা উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে।
অনুষ্ঠানে গ্রাজুয়েশন র্যালি করে অতিথিদের বরণ করা হয় এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনার পরে গ্রাজুয়েশন প্রাপ্তদের সনদ প্রদান করা হয়।