এরশাদের জন্মবার্ষিকীতে বিদিশার নেতৃত্বে শোভাযাত্রা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীতে শোভাযাত্রা বের করে জাতীয় পার্টি (জাপা) পুনর্গঠন প্রক্রিয়া। শোভাযাত্রায় নেতৃত্ব দেন এরশাদের সাবেক স্ত্রী ও জাপা পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক।
এদিন বেলা ১২টার দিকে বারিধারা প্রেসিডেন্ট পার্ক থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুলশান, বনানী, হাতিরঝিলসহ শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার বারিধারায় গিয়ে শেষ হয়। একটি ছাদখোলা গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেন বিদিশা। এছাড়া বেশকিছু পিক-আপ ভ্যান, মোটরসাইকেলে করে নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা চলাকালে পুরো সময় গাড়ি থেকে হাত নেড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের শুভেচ্ছা জানান বিদিশা। এছাড়া হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাতে সবার কাছে দোয়া চান তিনি।
অন্যান্যের মধ্যে শোভাযাত্রায় অংশ নেন, সংগঠনটির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব মেজর (অব.) ওয়াদুদ দিদার, কর্নেল (অব.) শাহজাহান সিরাজ, কর্নেল (অব.) হাবিব, মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, ড. আব্দুল্লাহ আল নাসের, দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) শিবলী মো. সাদিক, পীরজাদা যোবায়ের আহম্মেদ, গোলাম মোস্তফা পাটওয়ারী, ডা. জহিরুল ইসলাম, বজলুর রহমান পাটওয়ারী, করবী মিজান, জোলিয়া আক্তার মিরা, এজাজ আহম্মেদ খান, শেখ সাইদুর রহমান হাফিজ, কাজী মনির।
এছাড়া বিএনডিপি’র চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, কেএসপি’র চেয়ারম্যান সিরাজুল হক, বিআইডিশিএল চেয়ারম্যান আনোয়ার হোসেন, এপিবি’র সভাপতি গোলাম মোস্তফা সরকার, ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লাহ, গাজীপুর মহানগর সভাপতি আলহাজ আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল সিকদার (সবুজ) ও জাতীয় পার্টির ঢাকা মহানগরের নেতৃবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।