রাশিয়ার ১৪ হাজারের বেশি সেনাসদস্য হত্যার দাবি ইউক্রেনের

রাশিয়ার ১৪ হাজারের বেশি সেনাসদস্য হত্যার দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামরিক প্রধান দাবি করেছেন, ‘ইউক্রেনে হামলার প্রথম তিন সপ্তাহে রাশিয়ার ১৪ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।’ যদিও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে ভিন্ন তথ্য। তাদের দাবি, যুদ্ধে রাশিয়ার প্রায় সাত হাজার সেনা নিহত ও ১৪ থেকে ২১ হাজারের বেশি আহত হয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি ইউক্রেনের কর্মকর্তাদের এক ফেসবুক পোস্টের বরাত দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন। তাছাড়া যুদ্ধে মস্কো বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম হারিয়েছে। যার মধ্যে রয়েছে সেনা বহনকারী এক হাজার ৪৭০টি যান, ৬০টি ট্যাঙ্ক ও ১০০টির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার।

এর আগে, রাশিয়ার সামরিক বাহিনীর একজন লেফট্যানেন্ট জেনারেল নিহতের দাবি করে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের চেরনোবায়েভকা শহরে দেশটির সামরিক বাহিনী কামানের হামলায় ওই রুশ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়।

শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস এক ফেসবুক পোস্টে এই দাবি করে বলে এক খবরে জানিয়েছে বিবিসি। ওই পোস্টে দাবি করা হয়, রাশিয়ান সশস্ত্র বাহিনীর দক্ষিণ সামরিক জেলার অষ্টম সম্মিলিত বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ নিহত হয়েছেন। তবে বিবিসি নিরপেক্ষভাবে এই সংবাদের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি।