এরশাদের মৃত্যুর দিনে উপনির্বাচনে আপত্তি

বগুড়া ও যশোরের উপনির্বাচন পিছিয়ে দিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও স্পিকারের সহায়তা চেয়েছে জাতীয় পার্টি।
১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ দিনে বগুড়া ও যশোর উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার সংসদে এ দুই আসনের নির্বাচন পেছানোর দাবি জানায় তারা।
এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, যদিও নির্বাচন কমিশনের বিষয়। যদিও সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর এখতিয়ার নেই। তবুও আপনারা হয়তো এ বিষয়ে আমাদের কোনো সহায়তা করতে পারেন। আমি নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছি এই বিষয়ে। যদি এটাকে পরিবর্তন করা সম্ভব হয়, ওনারা বিবেচনা করবেন।
এর আগে জাতীয় পার্টির নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা ১৪ জুলাই তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এই নির্বাচনে ‘তারা’ অংশ নেবে না। আমি তারা বলতে কাদের বুঝিয়েছি, মাননীয় স্পিকার আপনি নিশ্চয় জানেন। সুতরাং, আমাদের আবেগের কথা চিন্তা করে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হলে ভালো হয়।’