এসএসসি-এইচএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না

এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে।
তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্ত করার জন্য কেউ আন্দোলন করলে সেটা আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হতে হবে।
এ বছর এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হবে ও ২৩ নভেম্বর শেষ হবে এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে এবং ৩০ ডিসেম্বর শেষ হবে।
পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে ৩টি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় নম্বরও কমিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া, এবার বাংলা, ইংরেজি ও গণিতের মতো বাধ্যতামূলক বিষয়ে পরীক্ষা দিতে হবে না।
শিক্ষামন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে স্থপতি নিখিল চন্দ্র গুহ এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।