এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২২ সালের এসএসসি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের মোট ৩০টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে।
তবে ঢাকারও আন্তঃশিক্ষা বোর্ড থেকে এখনো এমন কোনো সিলেবাস প্রকাশ করা হয়নি।
দিনাজপুর শিক্ষা বোর্ড জানায়, বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, গণিত, আইসিটি, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শরীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরবি, সংস্কৃত, পালি ও সংগীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এসএসসি পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের এ সিলেবাস অনুসরণ করতে হবে।
এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব মো. জহির উদ্দিন বলেন, সিলেবাস প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক আরও ভাল বলতে পারবেন।
জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির নির্দেশে নতুন এই সিলেবাস প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করে বলেন, সিদ্ধান্তের কোন পরিবর্তন না হলে এই সিলেবাসেই ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এখনো কোন শিক্ষা বোর্ড প্রকাশ করলো না কেন এমন প্রশ্নে তিনি বলেন, এটি অন্যবোর্ডের নিজস্ব ব্যাপার। আমরা আগে প্রকাশ করেছি এ কারণে যেন শিক্ষার্থীরা যত আগে সিলেবাস জানতে পারবে, তারা তত আগে প্রস্তুতি নিতে পারবে।
পিআর/বিজি