দায়িত্ব পেয়ে যা বললেন নতুন নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়ে কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শপথের পর প্রথম চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নির্বাচন উপহার। বড় দলগুলো যেন নির্বাচনে অংশ নেয় সেই চেষ্টা করা হবে।
শনিবার বিকালে নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারির পর গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
কাজী হাবিবুল আউয়াল ছাড়াও এছাড়া চারজনকে নির্বাচন কমিশনার (ইসি) করেও প্রজ্ঞাপন জারি করা হয়।
তারা হলেন- সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান, সাবেক সিনিয়র সচিব আলমগীর হোসেন খান, ব্রি. জেনারেল (অব.) আহসান হাবীব খান ও সাবেক জেলা জজ রাশিদা সুলতানা।
আরেক কমিশনার আনিছুর রহমান বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে। যেসব চ্যালেঞ্জ আছে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন।
পিআর/বিজি