ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন গির্জার সৌন্দর্য রক্ষায় বরিশালে মানববন্ধন

বরিশালের ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন ও এপিফানী চার্চের শত বছরের পুরানো গাছ নির্বিচারে কর্তন এবং ঐতিহ্যবাহী কলেজ হোস্টেল ধ্বংস করে বাণিজ্যিক স্টল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের খ্রিস্টান সমাজ ও সর্বস্থরের জনগণের ব্যানারে বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খ্রিস্ট্রিয় সম্প্রদায়ের নেতা নরবার্ট নিপু অধিকারীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চালর্স দিলিপ গাইন, নিভু রঞ্জন বালা, নিলিমা জাহান, তাপস বৈদ্য, রিচার্ড দিগন্ত ও নিসার অধিকারী প্রমুখ।
বক্তারা বলেন, বরিশালের প্রাণ কেন্দ্র বগুড়া রোডে (কবী জীবনানন্দ সড়ক) দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম অক্সফোর্ড মিশন গির্জা। দেশি-বিদেশী বহু দর্শনার্থীর পরিদর্শনসহ বরিশালের খ্রিস্ট্রিয় জনগোষ্ঠীর এক নিরব প্রার্থনার ধ্যানস্থান।
কিন্তু গুটি কয়েক স্বার্থলোভী ব্যক্তির প্ররোচনায় সংশ্লিষ্টরা ক্ষমতা অপব্যবহার করে এই গীর্জার মূল নকশা পরিবর্তন ঘটিয়ে এর সৌন্দর্য-পবিত্রতা বিনষ্ট করে বাণিজ্যিক স্টল নির্মানের পায়তারা চলাচ্ছে। তারা দক্ষিন এশিয়ার ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন গীর্জার সৌন্দর্য ও পবিত্রতা অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।