ওবিডিসি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদাতাদের সংগঠন অঙ্গীকার ব্লাড ডোনারস্ ক্লাব (ওবিডিসি) পালন করলো প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয় (নগরীর ৩০ নং ওয়ার্ড গণপাড়া সড়কে) বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রাশিদা পারভীন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্লাবের সভাপতি এম. রিয়ালুজ্জামান রিয়েল সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা রক্তদানের মত মহান উদ্যোগের জন্য উদ্যোক্তা তরুনদের ধন্যবাদ জানান। তারা রক্তদানে সকলকে এগিয়ে আসার পরামর্শ দেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম, সুমন সাহা, এনজামুল হক মুন্না, এসএম রাসেল ইসলাম, মিলন চ্যাটার্জী, বসুদেব হালদারসহ অন্যরা।
উল্লেখ্য, গত একবছরে প্রায় সাড়ে সাতশো কর্মীর মাধ্যমে রক্তদান করে আসছে অঙ্গীকার ব্লাড ডোনারস্ ক্লাব-ওবিডিসি।