বরিশালে কোস্টগার্ড ও কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দুই ট্রাক ভর্তি গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়। এসময় ১৮জনকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালত তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম দ- দেন।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে নগরীর রূপাতলী আবদুর রব সেরনিয়াবাত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পোনাগুলো জব্দ করা হয়।
দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষ-এর ভ্রাম্যমান আদলতে হাজির করা হয়। আদালতের বিচারক গলদা চিংড়ি পরিবহন ও পাচার কাজে জড়িত থাকার অপরাধে ১৮ জনকে দন্ডবিধি আইনের ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেগ ১৮ জন অপরাধীকে ৩ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
কাস্টগার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে দুই ট্রাকে ৭৩ পিচ ড্রামে ৪০ লাখের অধিক গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়। এসময় গলদা চিংড়ি পরিবহন ও পাচার কাজে জড়িত থাকার অপরাধে ১৮ জনকে আটক করা হয়। এসময় পরিবহন কাজে ব্যবহারীত ট্রাক দুটি জব্দ করা হয় এবং ড্রামভর্তি গলদা চিংড়ির পোনা জব্দ করে বরিশাল ডিসিঘাট কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। গলদা চিংড়ি পরিবহন ও পাচার কাজে জড়িত থাকার অপরাধে আটক ১৮ জনকে ভ্রাম্যমান আদালতে হাজির কররে তাদের দন্ড দেয় আদালত।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মৎস্য বিভাগের প্রধান উপ-পরিচালক, ড. মো. অলিয়ুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ইলিশ বিমল চন্দ্র দাস।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোস্টগার্ড এবং বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা।