ওয়েলসের বিপক্ষে দুই গোলে জিতল ইরান

ওয়েলসের বিপক্ষে দুই গোলে জিতল ইরান

নির্ধারিত সময়ে কোনো দলই পায়নি গোলের দেখা। ওয়েলসের গোলরক্ষক দেখেছেন লাল কার্ড। তবুও ইনজুরি টাইমের প্রথম ৭ মিনিট মিলিয়ে ম্যাচের ৯৭ মিনিট ছিল গোল শূন্য। তবে ৯৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন রউজবে চাশেমি। তার গোলের পরমুহূর্তে আরও একটি গোল করেন রামিম রেজাইয়ান। শেষ মুহূর্তের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো ইরান। 

অথচ খেলার মাত্র ৩৮ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে পেরেছে তারা। তবে যতটুকু সময় বল ধরে রাখতে পেরেছে, তখনেই আক্রমণ করেছে। ওয়েলসের প্রান্তে ২১টি শট নিয়েছে। যার মধ্যে জাল লক্ষ্য করে ছিল ছয়টি। এর মধ্যে পরপর দুটি সুযোগ নষ্ট হয়েছে বারে লেগে ফিরে এসে।

ফুটবলে একটি মিথ রয়েছে, বারে লেগে গোল মিস হওয়া দলগুলো শেষ পর্যন্ত জিততে পারে না। তবে ইরান আজ সেই মিথ ভুল প্রমাণ করেছে। যদিও এক্ষেত্রে ভাগ্য তাদের সহায় হয়েছিল। ম্যাচের ৮৬ মিনিট ওয়েলস গোলরক্ষক ওয়েইন হেন্সি লাল কার্ড দেখেন। তাতে ১০ জনের দলে পরিণত হয় ওয়েলস। আর এতেই কপাল পুড়ে তাদের। ৬৪ বছর পর বিশ্বকাপ খেলতে এসে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কা জেগেছে।

অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে হারলেও দ্বিতীয়টি জিতে নিয়ে ইরান রাউন্ড ১৬ তে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল।