কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু ১৩ জুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্থগিত পরীক্ষা আগামী ১৩ জুন থেকে শুরু হবে। বুধবার (০২ জুন) বিশ্ববিদ্যালয়ের ৩৪তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত জানানো হয়।
এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জুন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে কোর্স সম্পন্ন হওয়া পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে সব বিভাগ কোর্স শেষ হওয়া পরীক্ষা গ্রহণ করতে পারবে।
পরীক্ষা গ্রহণের সময় প্রস্তুত থাকবে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হল খোলা হবে না। কিন্তু ব্যবস্থা থাকবে পরিবহন সেবার। বিভাগের চাহিদা অনুযায়ী পরীক্ষার সময় পরিবহন সুবিধা প্রদান করবে পরিবহন দপ্তর।