হিজলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

হিজলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা সেবা বিভাগের সহযোগিতায় ২ নভেম্বর বুধবার সকাল এগারোটায়, উপজেলা পরিষদ সভাকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। কর্মশালায় উপস্থাপনা ও কর্মশালার মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবদুল মালেক তালুকদার। তার আলোচনার শেষে মাদকাসক্তির কারণ ও এর প্রতিকার বিষয়ে কর্মশালায় মুক্ত আলোচনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আরিফ ফয়সাল, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, পুলিশ পরিদর্শক নৌপুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।