করোনা আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন করোনা আক্রান্ত হয়েছেন।
তার জামাতা রইসুল উদ্দিন সৈকত জানান, ২৮ মার্চ মো. সাহাবউদ্দিনের করোনা শনাক্ত হয়।
এরপর তাকে পাঁচলাইশের ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়।
তিনি জানান, সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় মো. সাহাবউদ্দিনকে পুনরায় ডেল্টা হাসপাতাল ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের সংস্পর্শে থাকায় স্ত্রী শাহীন আরা বেগম এবং ভাইয়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। তারাও একই হাসপাতালে চিকিৎসাধীন।
মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন এবং তার পরিবারের সদস্যদের করোনামুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।