করোনা টিকার চতুর্থ ডোজের প্রয়োজন হতে পারে

করোনা টিকার চতুর্থ ডোজের প্রয়োজন হতে পারে

হোয়াইট হাউসের চিকিৎসা উপদেষ্টা ড. এন্থনি ফাউসি ইঙ্গিত দিয়েছেন, কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় যুক্তরাষ্ট্রে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়ার প্রয়োজন হতে পারে। খবর এনডিটিভির।

করোনা টিকার এ চতুর্থ ডোজ বা বুস্টার দেয়া হবে বয়স ও শারীরিক অবস্থার প্রেক্ষিত বিবেচনার ভিত্তিতে।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ড. ফাউসি বলেন, ‘আরও একটি বুস্টার দেয়ার প্রয়োজন পড়তে পারে। এ কারণে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় টিকার চতুর্থ বুস্টার ডোজ দেয়া হতে পারে।’

টিকার চতুর্থ ডোজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাউসি বলেন, নিশ্চিতভাবে এটা একটা ইস্যু, যা বেশ ভালোভাবে বিবেচনায় রাখা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিকিৎসা উপদেষ্টা বলেন, গত নভেম্বরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মহামারিতে প্রাণ গেছে পাঁচ লাখ মানুষের।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘উদ্বেগের ধরন’ ওমিক্রন শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রেই প্রাণ গেছে এক লাখের বেশি মানুষের।

তথাপি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনার বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। অনেক অঙ্গরাজ্যে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না।