করোনা ভাইরাসের টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, আইজিপি

করোনা ভাইরাসের টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, আইজিপি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

সোমবার দুপুরে তারা রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি নিজে টিকা নিয়েছি, আপনারা যে যেখানে আছেন সবাই টিকা নিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আমাদের দেশে করোনায় মৃত্যুর সংখ্যাও কমে এসেছে। আসুন, আমরা দেশকে করোনামুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টিকা আসার পর নানা ধরনের গুজব তৈরি হয়েছিল। এখন সবাই উৎসাহের সঙ্গে টিকা গ্রহণ করছে। আমরা লক্ষ্য করছি, প্রতিদিনই টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ এবং গতিশীল নেতৃত্বের ফলেই এসব সম্ভব হয়েছে।

তিনি বলেন, করোনা মোকাবিলায় পুলিশ ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে। করোনার প্রাথমিক পর্যায়ে অনেকে আতঙ্কিত হলেও পুলিশ আতঙ্কিত হয়নি। করোনা মোকাবিলায় আমাদের প্রস্তুতি ছিল না।

তিনি বলেন, করোনাক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল অনবদ্য ভূমিকা পালন করেছে। করোনার টিকা দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পিছিয়ে নেই। শুধু পুলিশ সদস্যরাই নয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাধারণ মানুষও টিকা গ্রহণ করছেন। পুলিশ সদস্যরা সকল বিভাগীয় ও জেলা পুলিশ হাসপাতালে টিকা নিচ্ছেন। পর্যায়ক্রমে পুলিশের সব সদস্য টিকা গ্রহণ করবেন।

এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরাও টিকা গ্রহণ করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গত ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ, র‌্যাব, পুলিশে কর্মরত সিভিল সদস্য, তাদের পরিবারের সদস্য এবং অন্যান্য ব্যক্তিবর্গসহ মোট ৫২ হাজার ৫৬৫ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ৫১ হাজার ২৩১ জন, র‌্যাব সদস্য ২৩৮ জন, সিভিল সদস্য ৯৪৭ জন, পুলিশ পরিবারের সদস্য ১৪৯ জন রয়েছেন।