করোনা মৃতদেহ সৎকারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

করোনা মৃতদেহ সৎকারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে মৃতদেহ সৎকারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ যাতে মর্যাদার সঙ্গে সৎকার করা হয় সেজন্য হাতেকলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কোয়াণ্টাম ফাউণ্ডেশন প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করে।

সোমবার সকাল ১০টায় নগরের সি অ্যণ্ড বি সড়কে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ মিলনায়তনে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

করোনা মৃতদেহ সৎকারে সনাতনী স্বেচ্ছাসেবক সংঘ বরিশালের উদ্যোগে এবং ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সহযোগিতায় ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো, জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

সুভাষ হালদার আশীষের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, ডা. মণিষা চক্রবর্তী,  হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক দেবাশীষ দাসসহ অন্যরা।

পুরো প্রশিক্ষণটি পরিচালনা করেন কোয়ান্টম ফাউ-েশন বরিশাল বিভাগের সমন্বয়করী রাজিবুল হাসান জয়।

প্রশিক্ষণে বক্তারা করোনায় আরো মানবিক আচরণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মর্যাদার সঙ্গে সৎকার করার জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় আয়োজক সংঠনকে অভিনন্দন জানানো হয়।