বরগুনায় পুলিশ ও নৌ-বাহিনীর সদস্য সহ নতুন করে করোনা শনাক্ত ১৫

বরগুনায় স্বাস্থ্য বিভাগের সুত্রমতে সোমবার সকাল ৮ পর্যন্ত নতুন করে আরো ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হবার খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে।
আক্রান্তের মধ্য বরগুনায় নৌ-বাহিনীর কন্টিনজেন্ট সদস্য ও বেতাগী থানার একজন পুলিশ সদস্য রয়েছেন। বরগুনা সদর উপজেলা ও পৌরসভায় আক্রান্ত হয়েছেন ৯ জন। আমতলীতে ২, বামনায় ২, বেতাগী ১ পাথরঘাটা ১ জন রয়েছে। সুস্হ হয়েছেন ৬৫ জন। চিকিৎসাধীন ৬৪ জন। মারা গেছেন ২ জন।
এদিকে বরগুনা কৃষি ব্যাংকের ৪জন কর্মচারীর বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়ায় তারা চিকিৎসাধীন থাকলেও শনিবার ব্যাংকের ৮ কর্মচারীকে চিকিৎসক হোম কোয়ারেন্টিয়ে থাকার পরামর্শ দিলেও তারা নিয়মিত অফিস করছেন! কৃষি ব্যাংকের ব্যাবস্হাপক জানান,কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় তারা কোন পদক্ষেপ নিতে পারছেন না। প্রতিদিন স্বাস্হ্য ঝুঁকি নিয়েই গ্রাহকদের ব্যাংকে আসতে হচ্ছে।