করোনা: মাঠে নামছে কুইক রেসপন্স টিম

করোনা: মাঠে নামছে কুইক রেসপন্স টিম

কোভিড-১৯ সংক্রমণের আতঙ্কের মাঝে অজ্ঞাতপরিচয় মরদেহ দাফনের পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে এবার মাঠে নেমেছে পুলিশের কুইক রেসপন্স টিম।

চট্টগ্রাম নগরীর ১৬ থানার প্রতিটিতে প্রস্তুত রাখা হয়েছে ৫ সদস্যের বিশেষ টিম। তাদের প্রত্যেকেই পিপিই পরিহিত অবস্থায় সুরক্ষিত থাকার প্রশিক্ষণও দেয়া হয়েছে।

নির্ধারিত ইউনিফর্মের উপরেই পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট পরছেন কয়েকজন পুলিশ সদস্য। অথচ প্রয়োজন ব্যতীত চিকিৎসা সংশ্লিষ্ট ছাড়া অন্যদের পিপিই ব্যবহারের ক্ষেত্রে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় শনাক্ত হওয়া এক করোনা রোগীর বাসা লকডাউন করার মাধ্যমে শুরু হয়েছে এই কুইক রেসপন্স টিমের মূল কাজ। এখন থেকে নগরীর প্রতিটি থানা এলাকায় পাওয়া যাবে এই টিমের জরুরি সেবা-এমনটিই জানালেন সিএমপির এই উপ কমিশনার।

সিএমপি উপ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, রাস্তায় কেউ অসুস্থ বা মরে পড়ে থাকলে সেখানে পুলিশ সদস্যরা এগিয়ে আসবে।