খাদ্য সহায়তা দিলেন মুসলিম দেশের রাষ্ট্রদূতেরা

খাদ্য সহায়তা দিলেন মুসলিম দেশের রাষ্ট্রদূতেরা

বাংলাদেশে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দরিদ্র মানুষের জন্য ছয় টন খাদ্য দিয়েছে ঢাকায় নিযুক্ত মুসলিমপ্রধান দেশের রাষ্ট্রদূতরা।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের নিকট ব্যক্তি পর্যায়ের এ খাদ্য সহায়তা হস্তান্তর করেন তারা।

এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ ধরনের উদ্যোগের জন্য মুসলিম রাষ্ট্রদূতদের ধন্যবাদ দেন।

রাষ্ট্রদূতদের মধ্যে ফিলিস্তিনের ইউসেফ এস ওয়াই রামাদান, সৌদি আরবের ইসা ইউসেফ ইসা আলদুহাইলান, মিশরের ওয়ালিদ আহমেদ শামসেলদিন ও ইন্দোনেশিয়ার রিনা প্রিত্যসমিয়ারসি সোয়েমারনো সেখানে ছিলেন।