করোনাকালে চিকিৎসক দম্পতি
চিকিৎসক দম্পতি
করোনা ভাইরাস সংক্রমণের ২ মাস। প্রাণ বাঁচাতে পুরো পৃথিবীর মানুষ ঘরে। কিন্তু সবাই ঘরে থাকলে কি জীবন বাচে।পেশাগত দায়িত্ব তো আছে। জীবন বাঁচাতে কত মানুষ প্রতিদিন প্রাণের সাথে যোদ্ধা হয়ে কাজ করে। আর সেটা করোনা আক্রান্ত রোগীর সাথে লড়াই করে যাচ্ছেন পুরো পৃথিবীর চিকিৎসক। লড়াই করতে গিয়ে আক্রমণে নিজে আহত হচ্ছে, প্রাণ দিচ্ছে। চিকিৎসা দিতে গিয়ে পরিবার থেকে দূরে থাকছে। কোয়ারেন্টইনে, হোম কোয়ারান্টাইন থাকছে চিকিৎসক। আবার দিন শেষে সেবা দিয়ে ঘরে ফিরেও কাছাকাছি যেতে না পারার কস্ট আছে। কাছে থেকে ও দূরেই আছে।
প্রিয় পাঠক,
যে ছবিগুলো ভোরের আলোর অনলাইনে দেখছেন ছবিগুলো বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় এর চিকিৎসক সুদীপ হালদারের ফেসবুক থেকে পাওয়া। গত কয়েকদিন আগে তার ফেসবুকে ছবি গুলো দেন।তার স্ত্রী ডাঃ স্নিগ্ধা চক্রবর্তী তিনিও একই হাসপাতালের চিকিৎসক। করোনাকাল তারা সেবায় সরব। চিকিৎসক সুদীপ হালদার বলেন COVI 19 এ মানুষের সেবা দিতে গিয়ে ডাক্তার বা স্বাস্হ্য কর্মীরা অনেকেই পরিবারের কারও সাথে দেখা করতে পারে না , ছেলে মেয়ে , মা বাবাকে দূর থেকে দেখতে হয় ..
কাছে থেকেও দূরে ...
ছূয়ে বা ধরে দেখা যায় না ...
এক অদৃশ্য দেয়াল ...
তারই প্রতিচ্ছবি এই ছবি।
পাঠক করোনা চিকিৎসায় ডা সুদীপের ও স্নিগ্ধা চক্রবর্তী মতো পৃথিবীর অনেক চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন।
এমন ছবি প্রকাশ পৃথিবীতে অসংখ্য আছে। আমরা সকল চিকিৎসকদের শ্রদ্ধা ও ভালবাসা জানাই।
ছবিতে চিকিৎসক দম্পতি-