করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন

করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন

স্বাস্থ্য অধিদফতরে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক। আজ রবিবার সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সংযুক্ত হন।

তিনি বলেন, জনগণকে করোনার টিকা দেয়ার মাধ্যমে দেশ থেকে করোনা নির্মূল করার উদ্দেশ্যে আজ থেকে দেশব্যাপী শুরু হলো টিকাদান কর্মসূচি। করোনা ভ্যাকসিন নিয়ে সমালোচনা নয়।
এরপর বেলা ১১ টা ৩০ মিনিটে শেখ রাসেল গ্যাসট্রোলিভার হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী।


ভোরের আলো/ভিঅ/০৭/০২/২০২১