চীন সীমান্তে দক্ষ বাহিনী পাঠাল ভারত

চীন সীমান্তে দক্ষ বাহিনী পাঠাল ভারত

‘সর্বোচ্চ সতর্কতার’র অংশ হিসেবে লাদাখের সংঘাতময় এলাকায় ভারত সরকার বিশেষ একটি বাহিনী পাঠিয়েছে, যারা পাহাড়ি এলাকায় যুদ্ধ করতে দক্ষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভারতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটির কাছে দাবি করেন, ‘প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণাঞ্চলে চীনা সেনাবাহিনীর গাড়ি এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্পষ্ট হয়েছে।’

ওই কর্মকর্তা বলছেন, ‘এরপরই ভারত সরকার অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়।’

ভারতীয় গণমাধ্যম ‘নিজস্ব সূত্রের’ বরাত দিয়ে দাবি করেছে, চীন এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার সেনা ডেকেছে ঝুঁকিপূর্ণ এলাকায়।

গত মাসের ২৯ তারিখ থেকে নতুন করে লাদাখে সংঘাতের আবহ দেখা দেয়। তারপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় বৈঠক করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। যথারীতি এক দেশ আরেক দেশকে দোষারোপ করছে।

চলতি বছরের মে থেকেই লাদাখ উত্তপ্ত। এর ভেতর জুন মাসে এই প্যাংগং হ্রদের তীরে প্রাণঘাতী সংঘর্ষ হয় দু’পক্ষের মধ্যে। ভারত বেশ কয়েক জন সেনার মৃত্যুর খবর দিলেও চীন হতাহতের বিষয়ে মুখ খোলেনি। ওই ঘটনার রেশ কাটিয়ে ওঠার আগেই গত মাসের শেষ দিকে ফের সেখানে সামরিক পদক্ষেপ নেয় দুই দেশ।