করোনায় আক্রান্ত ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ

ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ (আল মামুন) করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৪ জুন তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। তিনি বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
দেশে করোনা পরিস্থিতি শুরুর পর থেকেই মোবাইল কোর্ট পরিচালনা, সরকারি ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ডে সব সময় মাঠে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। সরকার প্রদত্ত নিয়মাবলী পালনে ঢাকার মানুষকে উৎসাহিত করায় কাজও করছিলেন তিনি। এ ছাড়া তিনি ব্যক্তিগতভাবেও মানুষের পাশে দাঁড়ান।
শনিবার আল মামুন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা টেস্ট করান তিনি। এরপর গত ৪ জুন স্বাস্থ্য অধিদফতর থেকে এক ক্ষুদে বার্তায় তাকে জানানো হয়- তার করোনা পজিটিভ। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।