করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক


নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে জানান বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।  ।

বৃহস্পতিবার  তিনি বলেন,জাহিদ ফারুকের শরীরে তেমন কেনো লক্ষণ নেই। তারপরও বুধবার তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে নিয়ম অনুযায়ী তিনি ভর্তি হয়েছেন। আশা করা যাচ্ছে তিনি দ্রুতই বাসায় ফিরতে পারবেন। 

৭০ বছর বয়সী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বরিশাল-৫ আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে করোনা পরীক্ষা করান বলে জানান জাকির হোসেন।