করোনায় আক্রান্ত বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আজমল হুদা

বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার করোনা আক্রান্ত হয়েছেন।
আজ (১৯ আগস্ট) বুধবার মুঠোফােনে আজমল হুদা মিঠু সরকার জানান, বেশ ক’দিন ধরে করোনার পরিচিত উপসর্গ দেখা দেয় তার শরীরে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত ১৫ আগস্ট করোনা পরীক্ষার নমুনা জমা দেন তিনি। পরদিন নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠিত আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন।
মিঠু সরকার বরিশাল লকডাউন হওয়ার পর থেকেই লঞ্চঘাটে প্রায় দুই শতাধিক ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করতেন। যতদিন লকডাউন শিথিল না হয়েছে ততদিন তার একক প্রচেষ্টায় দুপুরের খাবার দিতেন তিনি। ওদিকে রাতের খাবার দিতেন বরিশালে কর্মরত সাংবাদিকদের সংগঠন উদ্যোগ। ছিন্নমূলদের খাবার দিয়ে করোনাকালে বেশ প্রশংসিত হয় মিঠু সরকার।