পায়রা সেতুর নামকরণ আলাউদ্দিনের নামে করার দাবি

৬৯ এর গণঅভ্যুত্থানে বরিশালের প্রথম শহীদ আলাউদ্দিন স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় বক্তারা বাকেরগঞ্জের লেবুখালিতে নির্মিত পায়রা সেতুৃর নাম শহীদ আলাউদ্দিনের নামে করার দাবি করেছেন।
শুক্রবার সকাল ১০ টায় বরিশাল নগরের কাউনিয়াস্থ নিলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শহীদ আলাউদ্দিন স্মৃতি পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
আলাউদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি খান আলতাফ হোসন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের বরিশালে প্রথম শহীদ আলাউদ্দিনের নামে বাকেরগঞ্জের লেবুখালি সেতুৃর নামকরণের দাবি তোলেন।
বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি ও আলাউদ্দিন স্মৃতি পরিষদের নেতা কমরেড নজরুল হক নিলু, তারিকুল ইসলাম হিরু, সাবেক ছাত্রনেতা কাশীনাথ দত্ত, অধ্যক্ষ জলিলুর রহমান, এড. হিরণ কুমার দাস মিঠু, সহিদুল ইসলাম মিরণ, অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, ওয়ার্কার্স পার্টি নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, কবি জামাল আজাদ, সাবেক ছাত্রনেতা রতন চক্রবর্তী, শামিল শাহরোখ তমাল প্রমুখ।
বক্তারা বলেন, ৬৯দর গণঅভ্যুত্থানে ২০ জানুয়ারি শহীদ আসাদের আত্মত্যাগ ও ২৪ জানুয়ারি মতিউলের মৃত্যু এবং স্বৈরাচার আইয়ুব শাহীর পতন হয়। যার ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি বরিশালের মিছিলে একে ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র আলাউদ্দিন পুলিশের গুলিতে শহীদ হন।
এছাড়াও বক্তারা শহীদ আলাউদ্দিনের বিদ্যাপীঠ একে ইনস্টিটিউটে তার একটি ভাস্কর্য এবং দক্ষিণাঞ্চপলের পায়রা সেতুর নামকরণ আলাউদ্দিনের নামে করার দাবি জানান।