করোনায় দেশে ২৮ মৃত্যু, শনাক্ত ১৩৫৪

দেশে একদিনে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৪ জন।
রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার দেওয়া হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর এ কথা জানিয়েছে।
দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৩৭৬ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ৩৮ জনের। আগের দিন নতুন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২৮ জন। সে হিসাবে একদিনে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ।
এদিকে করোনার সংক্রমণ রোধে লকডাউনের আদলে দেওয়া বিধিনিষেধের মেয়াদ ২৩ মে থেকে বাড়িয়ে ৩০ মে করা হয়েছে।
রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। এছাড়া হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানসমূহ আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।