প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করে এমপি শাওন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করে এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের ভাগ্যে উন্নয়নে কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে মেঘনায় মাছ না ধরে এজন্য তিনি জেলেদের জন্য বিশেষ ভিজিএফের ব্যবস্থা করেছে। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, আজকে সারা বিশ্ব করোনা ভাইরাসের কাছে পরাস্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সকল দূর্যোগ সততা এবং সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন। আমরা আজ করোনা যুদ্ধে লিপ্ত হয়েছি। এই যুদ্ধে আমাদের বিজয়ী হতেই হবে।

রবিবার সকাল ১০ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বিশেষ উপহার চাঁদপুর ও চাঁচড়া  দুটি ইউনিয়নের ৪ হাজার ৫০ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন এসব কথা বলেন। এসময় তিনি নিজস্ব অর্থায়নে চাঁচড়া ইউনিয়নে ৫শ জন দুঃস্থ হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও চাঁদপুর ইউনিয়নে ১শ কর্মহীন লোকের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মো: মুঈনুদ্দীন, যুবলীগের সভাপতি শহিদুল্যাহ কিরণ, সাধারণ সম্পাদক আবদুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন প্রমুখ।