করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়ালো ভারতে

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে। শুক্রবার দেশটিতে করোনা প্রাণ কেড়ে নেয় আরও ১ হাজার ৭২ জনের।
এ প্রেক্ষাপটে পুরো মহামারি পর্বে ভারতে করোনায় মোট মৃত্যু পাঁচ লাখ ৫৫-তে পৌঁছায়।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ শতাংশ কম।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের হার ছিল ৯ দশমিক ২ শতাংশ।
ভারতে শুক্রবার করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৫৬৯।
করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানী হওয়া দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, মৃত্যুর যে সংখ্যাটি সরকারিভাবে উল্লেখ করা হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি।
ওমিক্রনের দাপটে গত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকে। এ প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
তবে সংক্রমণের হার কমতে শুরু করায় আবারও স্বাভাবিক হয়ে উঠছে দেশটির জনজীবন। উঠিয়ে নেয়া হচ্ছে বিধিনিষেধ। ভারতের কয়েকটি রাজ্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে।
তবে ভারতের কেরালা ও মহারাষ্ট্র রাজ্যের করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
RSBJ