আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল এবং বরিশাল জেলার অধিনস্ত ইউনিট কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।
আগামীকাল ২৭ এপ্রিল নগরীর সার্কিট হাউজের সভা কক্ষে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বর্ধিত সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ এপ্রিল সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজের সভা কক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, দলীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।