করোনায় ৭০ মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে; যা ১১ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৭ জন।
এর আগে গত ১৯ জুন সবচেয়ে কম ৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার করোনায় ৮৮ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪৩৬ জন।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সাড়ে ২৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।
এ নিয়ে মোট ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন রোগী শনাক্ত হয়েছে। আজকের ৭০ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৪৩২ জন।
গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত মোট ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন সুস্থ হয়েছেন।