চরবাড়িয়োয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় খান কনস্ট্রাকসনের আয়োজন ওই ব্যটমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়।
গত বৃহষ্পতিবার রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাপানিয়ায় ওই ব্যটমিন্টন টুর্নামেন্টের ফাইনল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণমেন্টে ১১টি দল অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় রাউ- শেষে দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। ফাইনালে প্রথ স্থান অধিকার করে সান্ত ও হৃদয়, দ্বিত স্থান অধিকার করে রাবু ও সিফাত। পুরষ্কার হিসেবে প্রথম হওয়া দলকে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় সহওয়া দলকে ২ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। পরে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলে নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।
প্রকৌশলী হাফিজুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক একে এম নাসির আকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফৎ রানা রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, মোফাজ্জেল হায়দার, মজিবর রহমান সৈকত প্রমুখ।