কর্মী ছাঁটাই কোনো সমাধান হতে পারে না: রতন টাটা

কর্মী ছাঁটাই কোনো সমাধান হতে পারে না: রতন টাটা

করোনা সংকটে বিভিন্ন সংস্থার কর্মী ছাঁটাই কোনো সমাধান হতে পারে না বলে জানিয়েছেন ভারতের টাটা গোষ্ঠীর চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা। সম্প্রতি সংবাদ ওয়েবসাইট ‘ইওর স্টোরি’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিমত প্রকাশ করেছেন।

সাক্ষাতকারে রতন টাটা বলেন, এই মানুষগুলি তোমার জন্য কাজ করেছেন। নিজেদের গোটা কর্মজীবন তোমার জন্য তারা ব্যয় করেছেন। আর আজ তাদেরই তুমি বৃষ্টির মধ্যে ঘরের বাইরে বের করে দিলে। নিজের কর্মীদের প্রতি এই আচরণই কি তোমার নৈতিক সংজ্ঞা?

রতন টাটার টাটা গ্রুপ ব্যতিক্রম হলেও ভারতে বহু সংস্থা করোনার কারণে আয় কমে যাওয়ার যুক্তি দেখিয়ে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছে। তুলনায় উচ্চপদস্থ আধিকারিকদের ২০% বেতন ছাঁটলেও বিরাট লোকসান হজম করেও কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটেনি টাটা গ্রুপ-এর অধীনস্থ কোনও সংস্থা।

সাক্ষাৎকারে রতন টাটা বলেছেন, যেখানেই থাকো, করোনা তোমাকে আঘাত হানবেই। সেই সঙ্গে গ্রাহক ও অংশীদারদের ক্ষেত্রে সব সময় সঠিক ও নৈতিক পদক্ষেপ নিতে হবে। যে কারণেই হোক, টিকে থাকার জন্য নিজের ভালো-মন্দ বিচারের মাণদণ্ড সময় সময় বদলাতে হবে। কিন্তু নিজের লোকেদের প্রতি অসংবেদনশীল হলে কোনও সংস্থার টিকে থাকা মুশকিল।

তিনি আরও বলেছেন, সকলেই লাভের পিছনে দৌড়োয়, কিন্তু প্রশ্ন হল কতটা নীতিগত ভাবে নিখুঁত হয়েছে তোমার গোটা সফর। ব্যবসা শুধুমাত্র অর্থ রোজগারের জন্য নয়। সব দিক বিচার করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াই সেখানে গুরুত্বপূর্ণ।

টাটার মতে, ব্যবসায় ভুল হতেই পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, সংকটে পড়লে পালিয়ে না গিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ।


ভোরের আলো/ভিঅ/২৫/২০২০