কলাপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৪জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই উপজেলা পেগাছিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের এক পক্ষের রায়হান তাহাল ও হাসান কাজী এবং প্রতিপক্ষের রাকিব ও আরিফ আহত হয়। এদের মধ্যে ওইদিন রাত ১২টায় রায়হান তাহাল ও হাসান কাজীকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। এছাড়া রাকিব ও আরিফকে ঢাকায় প্রেরন করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
স্থানীয় ছাত্রলীগ নেতা হাসান হাওলাদার জানান, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী খাইরুল ইসলাম আশিক তালুকদার এবং খাইরুল হাসান খালেক খান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃস্টি হয়। আহত রায়হান ও হাসান কাজি সভাপতি পদ প্রত্যাশী খাইরুল ইসলাম আশিক তালুকদারের অনুসারী এবং হামলাকারী আরিফ ও রাকিব অপর সভাপতি পদ প্রত্যাশী খাইরুল হাসান খালেক খান গ্রুপের। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে পেগাছিয়া বাজারে দুই পক্ষের সংঘর্ষে ৪জন আহত হয়।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় একপক্ষ (রায়হান) থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় মামলা রুজু সহ অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।