শেবাচিম হাসপাতাল পরিচালকের মুঠোফোন বিস্ফোরন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনের বাসায় একটি মুঠোফোন বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে চার্র্জরত অবস্থায় মুঠোফোনটি বিষ্ফোরিত হয়। গতকাল সকালে ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন হাসপাতালের পরিচালক নিজেই।
পোস্টে তিনি উল্লেখ করেন ‘ফজরের নামাজ পড়ে ঘুম ঘুমে চোখে বিছানায় যান। হঠাৎ কোন কিছু বিষ্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে ওঠেন তিনি। পরে পাশের রুমে গিয়ে দেখেন একটি মুঠোফোন বিস্ফোরিত হয়েছে। আল্লাহ বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন’।
ফোনটি তার ছেলে এবং বিস্ফোরনের সময়ে চার্জরত ছিলো বলে ওই পোস্টে জানা গেছে।