কলাপাড়ায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কলাপাড়ায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কলাপাড়ায় " শিক্ষক সমাজের অপমান  সইবো না,সইবো না, শিক্ষকের ওপর হামলার বিচার চাই, বিচার চাই"।  শ্লোগান শ্লোগান নিয়ে, কলাপাড়া উপজেলা শিক্ষক পরিবারের উদ্যোগে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

১০ জানুয়ারী বেলা এগারো কলাপাড়া প্রেসক্লাবের সামনে মঙ্গল সুখ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  সুরাইয়া নাসরিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা উদ্দিন, মঞ্জুরুল আলম, মাসুম বিল্লাহ প্রভাষক কলাপাড়া  মহিলা ডিগ্রি  কলেজ, মোঃ জহিরুল ইসলাম প্রধান শিক্ষক সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিশিষ্ট সাংবাদিক হাবিব উল্লাহ রানা, আবু ইউসুফ প্রভাষক খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, এস,এম,আবুল হোসেন সাবেক প্রধান শিক্ষক মঙ্গল সুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাহেলা পারভীন প্রধান শিক্ষক  নীলগজ্ঞ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ সিদ্দিকুর রহমান  প্রধান শিক্ষক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নুরুল হক সহকারী শিক্ষক, নিজাম উদ্দীন প্রভাষক সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, নাজমুস সাকিব খান, প্রধান শিক্ষক, মোঃ রফিকুল ইসলাম  প্রভাষক সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। সভা সঞ্চলনা করেন শিশু কল্যান মাধ্যমিকবিদ্যালয়। 

সভায় বক্তারা বলেন,গত ৮ জানুয়ারী কলাপাড়া উপজেলার নীলগজ্ঞ ইউনিয়নের দক্ষিণ গৈয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শামসুদ্দিনের ওপর ম্যানেজিং কমিটির সভাপতি হান্ণান খান কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়ে সভাপতি সন্ত্রাসী হান্নান  খানকে অভিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেছেন। সাংবাদিক হাবিবুল্লাহ রানা বলেন, শিক্ষকের ওপর হামলাকারীর বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করার ৭২ ঘন্টা অতিবাহিত হলেও প্রশাসন নিরব ভুমিকা পালন করছেন। সন্ত্রাসী হান্নান খানকে অভিলম্বে গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে শিক্ষক সমাজ কঠিন থেকে কঠিনতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।   


ভোরের আলো/ভিঅ/১৪/০১/২০২১