বরগুনায় ২কেজি গাঁজা সহ গ্রেপ্তার -২

বরগুনার জেলার আমতলী উপজেলায় ঢাকা থেকে আসা সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাতটা দশমিনিটের সময় ডিবি ওসি খন্দকার জাকির হোসেন হোসেন এর নেতৃত্বে হাবিবুর রহমান তামিম (২৩) ও রিয়াজ গাজী (৩৫) নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত দুইজন হলেন, পটুয়াখালীর, কলাপাড়া থানার, মধুপারা, ধানখালি সপ্নের ঠিকানা এলাকার সহিদ শিকদারের পুত্র হাবিবুর রহমান ও মোঃ রহমান গাজীর পুত্র রিয়াজ গাজী।
এ ব্যাপারে ওসি (ডিবি) খন্দকার জাকির হোসেন বলেন, গত তিনদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ২কেজি গাঁজা নিয়ে আসার খবর শুনে আজ সকালে সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে হাবিবুর রহমান তামিম ও রিয়াজ গাজী নামে দুই মাদক ব্যাবসায়ির কাছ থেকে ২কেজি গাজাঁ উদ্ধার করা হয়। তাদের গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। মামলা প্রকৃয়া অধীন আছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আলো/ভিঅ/১৪/০১/২০২১