কলাপাড়ায় সংস্কৃতি কর্মীদের মাঝে চেক হস্তান্তর

কলাপাড়ায় সংস্কৃতি কর্মীদের মাঝে চেক হস্তান্তর

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ জন অসহায়, অসচ্ছল সংস্কৃতি কর্মী পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক। বুধবার দুপুরে উপজেলা পরিষদের দরবার হলে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সত্তার উপস্থিত ছিলেন। চেক বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মী মোস্তফা জামান সুজন। অনুষ্ঠানে উপকারভোগী প্রত্যেক সংস্কৃতি কর্মী ২৫০০ টাকার চেক পেয়েছেন।