কল্যাণপুরে বস্তিতে অগ্নিকাণ্ড, ২ জন দগ্ধ

কল্যাণপুরে বস্তিতে অগ্নিকাণ্ড, ২ জন দগ্ধ

রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত ১০টার পর কল্যাণপুরের ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে মোট ১৫টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন রাত ২টার পর।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ জানা যাবে।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, আহত দু’জন হলেন আনোয়ার (২১) ও আক্তার (১৯)। তাদের দু’জনের শরীরেরই প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।


ভোরের আলো/ভিঅ/৩১/২০২০