কাউখালীতে হ্যান্ডকাপসহ আসামীর পলায়ন

পিরোজপুরের কাউখালীতে হ্যান্ডকাপসহ মো. সফিক হোসেন জমাদ্দার (২২) নামের গ্রেপ্তারকৃত এক আসামী পালিয়ে গেছে। সোমবার (৬জুলাই) ঘটনাটি ঘটেছে উপজেলার চিরাপাড়া সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামে।
পলাতক শফিক জমাদ্দার ওই গ্রামের মো. নাছির উদ্দিন জমাদ্দারের পুত্র। পলাতক শফিক একাধিক মাদক ও চুরি মামলার আসামী।
স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন কাজী জানান, স্থানীয় সুবিদপুর (উত্তর নিলতি) গ্রাম থেকে মনির তালুকদারের ঘরে সিঁদ কেটে তাদের মোবাইল চুরি করে আনার অভিযোগে ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে ওই যুবকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশের এসআই মোজাম্মেল হোসেন ও মুজিবর হক গিয়ে তাকে হ্যান্ডকাপ পড়িয়ে থানায় নিয়ে আসতে শুরু করলে সে কোন এক ফাঁকে পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসামী গ্রেপ্তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।