কাউন্সিলরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে করপোরেশন

কাউন্সিলরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে করপোরেশন
বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কালাম মেল্লার নির্মাণাধিন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বরিশাল সিটি করপোরেশন। এর আগে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গেলে বাধা দেওয়াসহ কর্মচারীদের মারধর করেছেন কাউন্সিলর কালাম মোল্লা। ওই ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে মামলাও দায়ের করে করপোরেশন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় এলাকায় কাউন্সিলর কালাম মোল্লার নির্মাণাধীন অবৈধ ৫টি দোকানের আরসিসি কাঠামো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। বরিশাল সিটি করপোশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃতত্বে ওই উচ্ছেদ অভিযান চালানোর সময় কর্পোরেশনের সড়ক পরিদর্শক, কর্মচারী ও আনসাররা উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিমান বন্দর থানার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এর আগে গত শুক্রবার একই স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন অভিযান চালাতে গেলে তাতে বাধা দেন কাউন্সিলর কালাম মোল্লা। এসময় কাউন্সিলর কালাম বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীদের মারধরও করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক মীর মাসুদ রানা বাদি হয়ে গত শুক্রবার নগরীর বিমানবন্দর থানায় কালাম মোল্লাকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল জানান, সিটি করপোরেশনের নির্মাণ আইন উপেক্ষা করে কাউন্সিলর কালাম মোল্লা পাকা স্থাপনা নির্মাণ করছিলেন। বিসিসির কর্মকর্তা-কর্মচারীরা তাতে বাধা দেয়ায় তাদের মারধর করে সে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। গতকাল তার নির্মাণাধীন অবৈধ্য স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।