রিফাত হত্যা: সর্বোচ্চ শাস্তির দাবীতে রাস্তায় হাজারো জনতার বিক্ষোভ মিছিল-মানববন্ধন

রিফাত হত্যা: সর্বোচ্চ শাস্তির দাবীতে রাস্তায় হাজারো জনতার বিক্ষোভ মিছিল-মানববন্ধন
বরগুনার ডিস ব্যবসায়ী যুবলীগ কর্মী শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার আসামীদের কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একই দাবীতে বরগুনা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়। শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের কঠোর শাস্তির দাবীতে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকাল সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাবের সামনে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়। মুহূর্তের মধ্যে হাজার হাজার হাজার লোক মানববন্ধনে সামিল হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন সাবু, জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট জুবায়ের আদনান অনিক সহ অন্যান্যরা। মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট জুবায়ের আদনান অনিক বলেন, রিফাত হত্যার প্রধান অভিযুক্ত নয়নের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে গত বছর সংবাদ সম্মেলন করেছে বরগুনা জেলা ছাত্রলীগ। এর পরও নয়নের বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা নেয়া হয়নি। এ কারনে ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠে সে। প্রভাবশালীদের প্র”ছয়ে নয়ন বীরদর্পে বরগুনায় ঘুরে বেড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। মানববন্ধন ও সমাবেশে অন্যান্য বক্তারা রিফাতের প্রকাশ্য খুনী নয়ন সহ অন্যান্যদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। দ্রুত বিচার আইনে অভিযুক্তদের সর্বো”চ শাস্তির দাবী বক্তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একই দাবীতে বরগুনা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল করে তারা। গত বুধবার বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় ডিস ব্যবসায়ী যুবলীগ কর্মী শাহনেওয়াজ রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে মুমূর্ষ আহত করে নয়নের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় ওই তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে আনা হলে ওইদিন বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এদিকে রিফাতকে কুপিয়ে হত্যার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয় পড়লে সারা দেশে তোলপাড় হয়। নড়েচরে বসে প্রশাসন। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে নয়ন সহ ১২ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫-৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওইদিনই এই মামলার ৪ নম্বর আসামী চন্দন ও ৯ নম্বর আসামী মো. হাসান এবং সন্দেহজনকভাবে নাজমুল হাসান নামে আরও একজনকে গ্রেফতার করে। কিন্তু ভিডিও চিত্রে যাদের কোপাতে দেখা গেছে তারা গত ৪ দিনেও গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। যদিও রিফাত হত্যাকারীদের গ্রেফতারে সর্বাত্মক চেস্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজ মো. শফিকুল ইসলম। অচিরেই তারা পুলিশের জালে ধরা পড়বে বলে আশা করেন তিনি। অপরদিকে নিরাপত্তহীনতার আশংকায় আবেদনের প্রেক্ষিতে রিফাতের স্ত্রী মিন্নির বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।