চেতনার ফুল কবি নজরুল

আনোয়ার হোসেন বাদল
কবি নজরুল
তুমি পৃথিবীর বুকে সুরভিত এক ফুল
স্বদেশ যখন রুদ্ধ ছিলো
তোমার কণ্ঠে যুদ্ধ ছিলো
গান, কবিতায় ভাঙালে তখন
কোটি বাঙালির ভুল
তুমি কবি নজরুল।
গাইলে তুমি ঘুম ভাঙানীয়া গান
তোমার গানে
দলিত মানবের জাগিয়া উঠিলো প্রাণ
বিশ্ব জাগিলো, মাতমে মাতিলো
শত্রু হইলো ক্ষয়
তোমার হইলো জয়
স্বাধীন হইলো ভারতবর্ষ
কাটিলো বাঙালির ভয়।
গেয়েছিলে তুমি মানুষের জয়গান
তোমার গানে মাতিয়া উঠিলো
ভারত মাতার প্রাণ
সাম্যের তুমি, মৈত্রীর তুমি বাঙালির অহংকার
সবার প্রাণে ছড়িয়ে দিলে প্রেমের অলংকার।
হিন্দু-মুসলিম এক করিলে তুমি
তোমার চেতনায় মুক্তি পেলো ভারত জন্মভূমি
তুমিই শুধালে মানুষ বড় তার বড় কেউ নয়
তোমার বাণীতে অমর তুমি বিশ্ব জগতময়
তোমার চেতনার শক্তি নিয়ে বুকের রক্ত ঢেলে
বাঙালিরা হলো মুক্ত তারাও স্বাধীন রাষ্ট্র পেলে
তুমি চেতনার ফুল
মহা প্রয়াণে স্মরিলাম তোমায়
প্রিয় কবি নজরুল।