কাজের জন্য লেখাপাড়ার শেখার কোন বিকল্প নাই-আনোয়ার হোসেন মঞ্জু

কাজের জন্য লেখাপাড়ার শেখার কোন বিকল্প নাই-আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি'র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমরা যদি দেশ প্রেমিক হই, দেশকে ভালোবাসি তাহলে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতার পক্ষে  সকল শক্তিকে ঐক্যবদ্ধ করেছিলেন। নতুনদের শেখাতে হবে দেশ পরিচালনার জন্য, কাজের জন্য লেখাপাড়ার শেখার কোন বিকল্প নাই। যে পর্যন্ত্ম শেখ হাসিনা আছেন ততদিন আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না। 
তিনি বুধবার দুপুরে পিরোজপুর জেলার ভা-ারিয়া পৌর প্রশাসক, কাউন্সিলর ও সহায়ক কমিটির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, যে পর্যন্ত্ম আমরা এক থাকবো সে পর্যন্ত্ম আমাদেরকে কেউ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারবে না। সব কাজের ভালো দিক, মন্দ দিক আছে। নেতাদের কাজ হলো সমন্বয় সাধন করা। সরকার যে অর্থ বরাদ্দ দেয় আমাদের মত উন্নয়নশীল দেশে তা যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে সর্বত্র চেহারা বদলে যেত। পৌরসভায় যে অর্থ আসে এবং যথাযথভাবে আদায়কৃত ট্যাক্সের সদ্ব্যবহার করতে হবে। ঠিকাদাররা সঠিকভাবে কাজ করলে সম্পদের সদ্ব্যবহার হয়। কিন্তু বড় ঠিকাদাররা নিজেরা কাজ না করে সাবকন্ট্রাক্ট দেন বলে কাজ নিম্নমানের হয়। এক সময় ছিলো সরকারি কাজ সঠিকভাবে হতো। এখন এই খাতে লুটপাট হয়। আমরা একত্রিতভাবে কাজ করলে কাজের মান নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে সঠিকভাবে কাজ আদায় করা। কিন্তু তারা ঠিকাদারদের সাথে কাজ করেন বলে কাজের মান খারাপ হয়। আমারা ৩৮ বছর ধরে বলে আসছি ঐক্যের কোন বিকল্প নাই। নেতা যতই বড় হন না কেন ঐক্য না থাকলে সরকার সেখানে কাজ করতে চায় না। আমার কখনও কাজের ব্যাপারে হস্তক্ষেপ করি না। যে নেতিবাচক বা অনভিপ্রেত কাজের অপপ্রয়াস ঐকবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এক না থাকলে জীবন দুর্বিষহ হয়ে যায়। 

তিনি বলেন, পৌরসভায় আইন-কানুন-নিয়ম অনুসারণ করতে হবে। সরকারি টাকা নিয়ম শৃঙ্খলার মধ্যে খরচ করতে হবে। মনে রাখতে হবে উপরে আলস্নাহ নিচে আইন-কানুন এটা অবশ্যই মানতে হবে। নাগরিকদের পৌরকর প্রদান করার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা বিগত তিনি যুগ ধরে ভা-ারিয়াসহ দক্ষিণাঞ্চলে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ব্যাপক উন্নয়ন করতে সক্ষম  হয়েছি। আমরাই পিরোজপুরের বলেশ্বর সেতু, ঝালকাঠিতে গাবখান সেতু, বাগেরহাটের দরাটানা সেতু, খুলনার রূপসা সেতু নির্মাণ করেছি। পিরোজপুরে বাইপাস সড়ক, সার্কিট হাউজ, ষোলশহর বিদু্যৎ প্রকল্প এসব উন্নয়নই আমাদের দ্বারা সম্পন্ন হয়েছে। পিরোজপুরে এখন যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ সম্পন্নের পথে তা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিম ভা-ারিয়ায় বসেই নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি সে সময় ভা-ারিয়ায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের সূচনা একই সময় ঘটেছিলো। আমাদের সফলতা হচ্ছে এলাকায় ঐক্য সৃষ্টি করা। প্রধানমন্ত্রী কাজের লোক চান বলেই বিভিন্ন সময় আমাদেরকে তাঁর সাথে রাখেন। 

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পৃথিবীময় জটিল অবস্থা বিরাজ করছে। যুদ্ধ চলমান বলে অর্থনীতি স্থবির হয়ে আছে। রপ্তানি কমে গেছে, বিদু্যৎ সরবরাহ হ্রাস পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা অব্যহত রাখতে আমাদের স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। 
এ মতবিনিময় সভাপতিত্ব করেন ভা-ারিয়ার পৌরসভার প্রশাসক ফায়জুর রশীদ খসরম্ন জোমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা জেপি'র নির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, উপজেলা জেপি'র সিনিয়র সহ সভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি'র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসম আক্তার, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, তেলিখালী ইউপি চেয়ারম্যান সামসুদ্দীন হাওলাদার, নদমূলা-শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন জোমাদ্দার আরিফসহ পৌরসভার কাউন্সিলর ও পৌর সহায়ক কমিটির সদস্যবৃন্দ। 

বুধবার সন্ধ্যার পর তিনি উত্তর পূর্ব ভা-ারিয়া মিয়া বাড়ী সংলগ্ন তালিকুম কুরআন নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে ওয়ার্ড জাতীয় পার্টি-জেপি'র উদ্যোগে স্থানীয় জনসাধারণের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এখানে তিনি বলেন, কাজ শুরম্ন করা যায় শেষ করা যায় না। আমাদের অনেক কাজ রয়েছে, প্রয়োজন রয়েছে, আমরা অনেক কাজের সূচনা ঘটালাম। আমরা তা শেষ করতে পারবো না। ভাবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন তারা এই কাজ শেষ করবেন। এখন অনেক কাজ বাকি। শিক্ষা সচেতনায়ন, অর্থনৈতিকভাবে স্বচ্ছল করা ইত্যাদি কাজ এখন অনেক বাকি। আমাদের চলে যাওয়ার পর যে কাজ চলমান থাকবে তা যদি পরবর্তী নেতৃত্ব সম্পন্ন করতে না পারে তাহলে মানুষের কাছে জবাব দিতে হবে। 
পৌর কাউন্সিলর আব্দুল কাদের হাওলাদারের সভাপতিত্বে এখানে আরও বক্তব্য রাখেন নাসিম উদ্দিন মিয়া, ওয়ালিদ হোসেন মিয়া, জিএম মাঈনুদ্দিন আহহাদ মিয়া, যুব সংহতির উপজেলা সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সরদার প্রমুখ।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি বিকালে ১০০ শয্যা বিশিষ্ট ভা-ারিয়া স্বাস্থ্য কমপেস্নক্সের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জান ডা. মোহাম্মদ হাসানাত ইউসুফ জাকি, ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ইউএনও সীমা রানী ধর, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা জেপি'র সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি'র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, তেলিখালী ইউপি চেয়ারম্যান সামসুদ্দীন হাওলাদার প্রমুখ।

দুপুরে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভা-ারিয়ায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ভা-ারিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা ভবন হতে সাহিদা আক্তারের বাড়ি ও ভা-ারিয়া বাজার কলেমা চত্বর লিংরোড রম্নস্তুম আলীর বাড়ি পর্যন্ত্ম নবনির্মিত আরসিসি সড়ক ও ড্রেনের শুভ উদ্বোধন করেন। 
বিকালে আনোয়ার হোসেন মঞ্জু জেপি'র উদ্যোগে এক মতবিনিময় সভা ও চরখালী বাসস্ট্যা-ে এক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন।